দশটি কবিতা
শাপগ্রস্ত
চুল্লির ভেতরে শুয়ে মনে পড়বে বাংলা কবিতা
এমন রোমাঞ্চকর ঘটনা জীবনে আগে ঘটেনি কখনও
যখন ঘটবে টের পাব না তবুও মুখে বাংলা কবিতা
তোমার চরিত্র নিয়ে সন্দেহ ঘোচাতে আজ আগুন পেতেছি
আমিসঙ্গ ভালো নয়? এত বৎসরকাল শুধুই সাহস দিয়ে গেলে
কে যেন কাঁদবে কেউ কাঁদে না আমার জন্য নাটকীয় বাংলা কবিতা
চিমনি পেরোলে স্বর্গ সেখানে কবিরা থাকে দ্বারপ্রান্তে ভিখ মেগে খাব
যে নাভি পোড়ে না তার পাশে থেকো ডোমের ঘরণী
উৎসর্গে তোমাকেও জবাফুল, হাঁড়িকাঠ, নাদব্রহ্ম বাংলা কবিতা…
স্মৃতিচিহ্ন
ডুবুরি নামিয়ে ঠিক একদিন নাভি তুলে নেব।
ওরা তো মুক্তো পারে। এটুকু পারে না?
কীভাবে চিনবে তুমি কোনজন? নদীর কোটরে
অসংখ্য— থিকথিকে— পরিত্যক্ত নাভি পড়ে থাকে
পা দিলে হড়কে যায়— যায় বুঝি? নিজে তো নামিনি
শুনেছি এভাবে কত লোক প্রিয় নাভি খুঁজে নিতে
নেমেছে, নেমেই গেছে, সঙ্গে থেকে গেছে তারপর
কীভাবে চিনবে, তুমি কোনজন? আমারও স্মৃতিতে
শুধুমাত্র চটা ওঠা— শালগ্রাম— রাত্রি বেড়ে চলা—
Read Full Article - দশটি কবিতা - তন্ময় ভট্টাচার্য