রবিবারোয়ারি (এই সময়), ৯ এপ্রিল ২০২৩
Zoom to read
"...পয়লা চৈত্র থেকেই এখানে থাকা শুরু। সংক্রান্তি পেরিয়ে, পয়লা বৈশাখে সন্ন্যাস ত্যাগ করে, মৎস্যমুখী সেরে বাড়ি ফেরা। আর এই একমাস? রোজ ভোরে ব্রাহ্মমুহূর্তে উঠে গঙ্গাস্নান, তারপর সারাদিন নির্জলা উপবাস। বিকেলে, সূর্যাস্তের ঘণ্টাখানেক আগে সামান্য ফলাহার। রাতে, এগারোটা-বারোটা নাগাদ মালসায় স্বপাক হবিষ্যান্ন। সেই অন্নও জোটে ভিক্ষা করেই, নয়তো অন্যান্য ভক্তদের দয়ায়। মধ্যে-মধ্যে দল ভারী হলে গোল করে বসে গঞ্জিকাসেবন। সে-দলে সন্ন্যাসী বা গৃহীর ভেদ নেই।..."
Main source - Ei samay
.jpg)