একটি না-গির্জার কিস্সা
স্থানীয়রা ডাকেন 'গির্জা' নামেই। জায়গাটির পরিচিতিও 'গির্জাতলা' হিসেবে। তবে এই 'গির্জা'-র ভেতরে যিশু নেই। ছিল ঘোরানো সিঁড়ি, তাও এখন ধ্বংসপ্রাপ্ত। ঢিলছোঁড়া দূরত্বে বইছে সরস্বতী নদী। সেখানেই দাঁড়িয়ে এই ঐতিহাসিক স্তম্ভ, যা আসলে সিমাফোর টাওয়ার।
উনিশ শতকের প্রথমার্ধে ব্রিটিশদের তত্ত্বাবধানে যখন সিমাফোর টাওয়ার নির্মিত হচ্ছিল বাংলার বিভিন্ন অঞ্চলে, তখনকার স্থাপত্য। বয়স প্রায় ২০০ বছর। অবস্থান হাওড়া জেলার আন্দুলের পার্শ্ববর্তী মহিয়াড়ী গ্রামে। উচ্চতা ৫০.৩ মিটার। 'গির্জা' হওয়ার মতো উপযুক্ত দার্ঢ্যই বটে!
বাঙালির এই প্রবণতা দীর্ঘ আলোচনার দাবি রাখে। সুউচ্চ ও অনালোচিত কোনো স্থাপত্য দেখলে, যদি তা সাহেবদের নির্মাণ হয়, গির্জা বলে ডেকে ওঠে। যেমন এটি। যেমন বিটি রোডের ওপর 'সুখচর গির্জা', যা আসলে জিটিএস মিনার।
যিশুহীন এই 'গির্জা' আর কতদিন, জানি না। হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আগে, যতদিন পারে থাকুক, থেকে যাক...
