গল্প: জন্মান্তর
(১)
এ বেটা, এক গ্লাস দে!
লোকদুটো মদ খাওয়া থামিয়ে তাকাল বালকনাথ বাবাজির দিকে। সোজা হয়ে দাঁড়াতে পারছেন না তিনি, ছোট্ট শরীর টলমল করছে অনেকক্ষণ ধরেই। ইতস্তত করতে লাগল ওরা। বালকনাথ চেঁচিয়ে উঠলেন, ‘কী সোচ্ছিস? সাধুকে ফিরাতে নেই। দে জলদি।’ লোকদুটোর মধ্যে যে চেলা গোছের, প্লাস্টিকের গ্লাসে মদ ঢালতে ঢালতে বলল, ‘দিচ্ছি, তবে আমাদের এই বাবুকে একটু আশীর্বাদ করে দাও।’ আংটিভর্তি হাত মাথায়-মুখে বুলিয়ে দিলেন বালকনাথ। ‘আশীর্বাদ আশীর্বাদ! সতীমা’র কৃপায় তোর সব ভালো হবে। খুশ থাকবি তুই। আশীর্বাদ। …আরেকটু জল ঢাল্ না বে!’ মদ আর জল মেশানো টইটম্বুর সেই তরল এক ঢোঁকে ভিতরচালান। তারপর গ্লাসটাকে এককোণে ছুঁড়ে, নাচতে নাচতে অন্যত্র…
সম্পূর্ণ গল্পটি পড়ুন -
দুনিয়াদারি.কম - জন্মান্তর
দুনিয়াদারি.কম - জন্মান্তর