...এইসব ভাবনাবৃত্তে ঘুরপাক খাওয়ার দিনকালেই পড়া গেল অরুণ মিত্রের কবিতাটি। অরণ্যের শহরে পরিণত হওয়ার পট। ভেঙে-পড়া গুঁড়ির ভিতেই নগরায়ন– এই নগর যে কলকাতা, তারও বিভিন্ন ইঙ্গিত দিয়ে রেখেছেন অরুণ। ‘ট্রামবাস নিয়ন হাফগেরস্ত/ ডাস্টবিন শীতলাগা ন্যাংটো ছেলে’– এ দৃশ্য অবশ্য শুধু কলকাতা নয়, অনেক শহরের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু তারপরই যে ‘হাড়কাটা’-র উল্লেখ, তা কলকাতারই। বন কেটে বসত—কবির আঙুল, স্পষ্টতই, তিলোত্তমার অতীতে।...
সম্পূর্ণ লেখাটি পড়ুন -
রোববার.ইন: তন্ময় ভট্টাচার্য