শীতের মধ্যে আরেকরকম শীত, যে অপেক্ষার কথা বলে
…আর, এইসব সাতপাঁচ ভাবতে-ভাবতেই আবিষ্কার করে ফেলছি অন্য-এক শীতকে, যা অপেক্ষার কথা বলে। বিরহের সঙ্গে হাত-ধরাধরি তার। বাংলা ক্যালেন্ডার পৌষ-মাঘকে শীতের দায়িত্ব দিলেও, এই যে কার্তিক-অগ্রহায়ণ– শীত বলা চলে না অথচ ভোরবেলা ঠান্ডা লাগলে সসম্ভ্রম চাদরমুড়ি– এর রহস্যও নিতান্ত কম নয়। ‘হেমন্ত’ বলে ডাকাই যেত, যদি-না আড়াল থেকে উঁকি মারত অন্য কারওর আগমনী। প্রকৃতপক্ষে কার্তিক-অঘ্রান মাস শীতেরই গৌরচন্দ্রিকা– শীত আসার আগে খানিক গা ঘামিয়ে নেওয়া।
সম্পূর্ণ লেখাটি পড়ুন -
রোববার.ইন: তন্ময় ভট্টাচার্য
