ভাগাড়-নামা উদ্বাস্তু কলোনি ও একুশ শতকের ‘নরকাবস্থা’
'বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াতের সময় কিংবা মেট্রোয় নোয়াপাড়া-বরানগরের মধ্যবর্তী অঞ্চলে অনেকেই পাহাড়প্রমাণ এক ভাগাড় দেখে থাকবেন। এত তীব্র দুর্গন্ধ ও বিষাক্ত বাতাস, যে, নাক-মুখ চাপা দেওয়া ছাড়া উপায় থাকে না। কিছুক্ষণ সেই গন্ধ নাকে গেলে অনভ্যস্ত মানুষ অসুস্থও হয়ে পড়তে পারে। সারাক্ষণ ধিকিধিকি আগুন। আশপাশের একাধিক অঞ্চলের বর্জ্য এসে জমা হয় সেখানে। পোশাকি নাম ‘প্রমোদনগর ভাগাড়’। অবস্থান দক্ষিণ দমদম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। আগে আশপাশের পুকুর ও অন্যত্র বর্জ্য ফেলা হলেও, বর্তমান ভাগাড়টিকে ব্যবহার করা হচ্ছে কয়েক দশক ধরে। প্রায় ২০ একর জায়গা জুড়ে ছড়ানো এই ভাগাড়ে ছ’টি পৌরসভার (উত্তর দমদম, দক্ষিণ দমদম, দমদম, নিউ ব্যারাকপুর, বরানগর ও কামারহাটি) কঠিন বর্জ্য জমা হয়। প্রতিদিন তার পরিমাণ আনুমানিক ৬০০ মেট্রিক টন। সেই ভাগাড়ের গা ঘেঁষেই অবস্থান করে এক ছোট্ট ‘পাড়া’, সাইনবোর্ডে যার পরিচয় ‘ডাম্পিং গ্রাউন্ড উদ্বাস্তু কলোনি’ নামে।...'
সম্পূর্ণ লেখাটি পড়ুন এই লিঙ্কে - রোববার.ইন
