স্বাধীনতা : দু-বাংলার বিচ্ছেদের দ্যোতক যখন পাসপোর্ট-ভিসা

 


‘স্বাধীনতা’ শব্দটির অর্থ একমুখী নয়। ব্যক্তি ও ভূগোলভেদে বদলে যায় তার গুরুত্ব ও অভিঘাত। পশ্চিমবঙ্গে শব্দটি ঐতিহাসিকভাবে ১৯৪৭-এর ভারতের স্বাধীনতার ইতিহাসকেই অনুসরণ করে। আর সেই সূত্রেই হাজির হয় আরেক শব্দ— ‘দেশভাগ’। এদের চলন কখনও পিঠোপিঠি, কখনও আবার প্রথমটির তুলনায় ভারী হয়ে ওঠে দ্বিতীয়টিই। শতাব্দীর পর শতাব্দী ধরে এক-থাকা বঙ্গীয় ভূখণ্ড যখন বিচ্ছিন্ন হয়, বৃহৎ সংখ্যক মানুষের কাছে প্রশ্নের মুখে পড়ে ‘স্বাধীনতা’-র অর্থই। অবিশ্বাস্যও ঠেকে বইকি! এই বিচ্ছেদ যে অপরিবর্তনীয়— কালক্রমে টের পাওয়ার পর, জন্মায় বিবিধ প্রতিক্রিয়া। সেইসব প্রতিক্রিয়া ও অভিজ্ঞতা, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, চুঁইয়ে নামে সাহিত্যেও। ঘটনার সঙ্গে একাত্ম হয়ে ওঠে বিভিন্ন মোটিফ। শুধু সমকালে নয়, সময়সরণি বেয়ে তার রেশ ছড়িয়ে পড়ে পরবর্তী দশকগুলিতেও। তেমনই একটি মোটিফ— ‘পাসপোর্ট’ নিয়ে এই আলোচনা, যা এক অর্থে প্রশ্নের মুখে ফ্যালে যাতায়াতের স্বাধীনতাকেও।

সম্পূর্ণ লেখাটি পড়ার লিঙ্ক - বাংলালাইভ.কম










Podcast: Language & Literature ft. Tanmoy Bhattacharjee


Video: Panel Discussion at Aaj Tak

Video: Poetry Recitation