বুদ্ধদেবের জীবনানন্দ-পাঠ ও কবিতাদর্শন
১৯৯৭-এর কলকাতা বইমেলা। ২৭ বছর পেরিয়ে, বেশিরভাগ বাঙালি সে-মেলাকে মনে রেখেছে অগ্নিকাণ্ডের কারণেই। এ-তথ্য প্রায়-অচর্চিত যে, সেই বইমেলাতেই আরও অসংখ্য বইয়ের পাশাপাশি বেরিয়েছিল একটি প্রবন্ধগ্রন্থও। নাম, ‘হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর’। লেখক বুদ্ধদেব ভট্টাচার্য— বাহ্যিক পরিচয়ে তৎকালীন বামফ্রন্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হলেও, ভেতরে-ভেতরে যিনি একজন কবি, প্রাবন্ধিক, ভাবুক ও সংস্কৃতিপ্রেমী। বইটিতে জীবনানন্দ দাশের কবিতাকে নিজের পাঠ ও দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করেছিলেন তিনি। কিন্তু কেন? তার জবাব ভূমিকাতে লিখেছেন নিজেই— ‘আমার এই বই লেখার উদ্যোগ খানিকটা অবদমিত ইচ্ছার আত্মপ্রকাশ।’
সম্পূর্ণ লেখাটি পড়ার লিঙ্ক - প্রহর.ইন
