সরাই, শিকার, সেনা: কক্সের বাংলো ও উনিশ শতকের ঘটনাস্রোত

 


এতকিছু থাকতে হঠাৎ একটা বাংলো নিয়ে লেখা কেন! এ-প্রশ্ন নিজের মনেও যে আসেনি, তা নয়। তারপরও, হ্যাঁ, একটা বাংলো নিয়েই। এমন এক বাংলো, যা হয়ে উঠেছিল উনিশ শতকের শহরতলির গুরুত্বপূর্ণ ঠিকানা। কলকাতা থেকে বারাকপুর যাওয়ার পথে যে-ঠিকানা এড়ানোর উপায় ছিল না কারোর। অথচ, কালের নিয়মে সম্পূর্ণ অনালোচিত, বলা ভালো বিস্মৃত। তবে কি তত গুরুত্বপূর্ণও নয়? না-লিখলেও চলত?

এই দ্বন্দ্বের মাঝখানেই ভেসে ওঠে উনিশ শতকের কয়েকটি মানচিত্র। বিটি রোডের ধারে, বেলঘরিয়ার উত্তরে বাংলোটির উল্লেখ স্পষ্ট। নাম— Cox’s Bungalow. অথচ, মুখ্য গ্রাম তথা জনপদ ছাড়া অন্যান্য নামোল্লেখ মানচিত্রগুলিতে বিরল। তাহলে কক্সের বাংলোই কেন? কী এর পরিচয়?

সম্পূর্ণ লেখাটি পড়ার লিঙ্ক - বাংলালাইভ.কম





Podcast: Language & Literature ft. Tanmoy Bhattacharjee


Video: Panel Discussion at Aaj Tak

Video: Poetry Recitation