হারিয়ে-যাওয়া গির্জা, ভাঙা স্কুলবাড়ি তথা আগরপাড়ার মিশন-কাহিনি

 

ধরুন, হুগলি নদী ধরে কলকাতা থেকে উত্তরে যেতে-যেতে, ডানপাড়ে আড়িয়াদহ-কামারহাটি পেরোতেই চোখে পড়ল এক গির্জার চূড়া। খানিক কাছে যেতে, স্পষ্ট হল অবয়ব। গির্জার আশেপাশে আরও কয়েকটি স্থাপত্য। প্রত্যেকটিই গঙ্গার ধারে, অর্থাৎ নৌকো বা জাহাজ থেকে দেখা যায় স্পষ্ট। আবার, কামারহাটি পেরিয়ে বিটি রোড থেকে বাঁদিকে বাঁক নিয়েও সোজা পৌঁছনো যায় সেই গির্জায়।

ওপরের বর্ণনাটি সত্য, তবে ভিন্ন সময়ে। আজ ওই পথ ধরে গেলে কোনো গির্জাই নজরে পড়বে না। অথচ উনিশ শতকে রীতিমতো ‘বর্তমান’ ছিল সে-গির্জা; ছিল স্কুল, অনাথালয় এমনকি খ্রিস্টান মিশনারিদের আবাসস্থলও। জায়গাটির সার্বিক পরিচিতি ‘আগরপাড়া মিশন’ নামে। বোঝাই যাচ্ছে, আগরপাড়া নামক জনপদে, গঙ্গার তীরে এককালে রমরমিয়ে চলত মিশনারিদের কর্মকাণ্ড।...

সম্পূর্ণ লেখাটি পড়ার লিঙ্ক - বাংলালাইভ.কম




Podcast: Language & Literature ft. Tanmoy Bhattacharjee


Video: Panel Discussion at Aaj Tak

Video: Poetry Recitation