'গঙ্গা-তীরবর্তী জনপদ' বইয়ের আলোচনা
"জন্মাবার পর পাহাড়ি পথ ধরে
গঙ্গার বয়ে চলা। উচ্চগতিকে শেষ করে মধ্য গতিতে কানপুরের উপর দিয়ে পথ পেরোতে থাকে সে।
তারপর রাজমহল পাহাড়কে পেরিয়ে গঙ্গা হয় শান্ত ও সমাহিত। কারণ গঙ্গা তখন প্রবাহিত হয়
সমতলের উপর দিয়ে। মুর্শিদাবাদের মিঠিপুরের কাছে এসে গঙ্গা দুই ধারায় ভাগ হয়। একটি ধারা
পদ্মা; যা চলে গেছে বাংলাদেশের দিকে। আর অন্য ধারাটি ভাগীরথী; মুর্শিদাবাদ, নদিয়া,
হুগলি ও দুই চব্বিশ পরগনাকে স্পর্শ করে পৌঁছে যায় সাগর সঙ্গমে। বাংলা ভাষায় গঙ্গা নিয়ে
উল্লেখযোগ্য বেশ কিছু বই থাকলেও গঙ্গা-তীরবর্তী জনপদ নিয়ে বই প্রায় চোখে না পড়ার মতো।
এই ফাঁকা পরিসরেই কাজ করেছেন তন্ময়
ভট্টাচার্য। ডিসেম্বর ২০২৩ সালে প্রকাশিত তাঁর একটি বই ‘বাংলার কাব্য ও মানচিত্রে উত্তর
চব্বিশ পরগনা ও হুগলি জেলার গঙ্গা-তীরবর্তী জনপদ (১৪৯৫-১৮৭৩)’। "
সম্পূর্ণ লেখাটি পড়ার লিঙ্ক - বঙ্গদর্শন.কম
আলোচক - সুপ্রতিম কর্মকার
