হেলাল-তর্পণ: জনপ্রিয়তা, জিজ্ঞাসা ও সংশয়
একজন কবিকে চেনার বিবিধ উপাদান হাতের সামনে পাওয়া যায় প্রায়শই। কবিতার পাশাপাশি বেড়ে ওঠা, সমসময়, ব্যক্তিগত জীবন, কর্মকাণ্ড ইত্যাদির গুরুত্বও নেহাত কম নয়। বস্তুত, কবিকে সার্বিকভাবে বুঝতে ও কবিতার সঙ্গে সেতু প্রতিষ্ঠা করতে, পূর্বোক্ত উপাদানগুলির ভূমিকা অনস্বীকার্য। তবে এর পরেও কিছু ‘রহিয়া যায়’। সেই থেকে যাওয়াই মূলত কবিতার সঙ্গে পাঠকের সংলাপ। সেখানে বাহ্যিক বিষয় নয়, মুদ্রিত শব্দই হয়ে ওঠে প্রকৃত টরেটক্কা।
সদ্যপ্রয়াত কবি হেলাল হাফিজের ক্ষেত্রেও এ-কথা প্রযোজ্য। তাঁর ব্যক্তিগত জীবন, পেশা, যাপন ইত্যাদির সঙ্গে কবিতাকে জুড়ে (বা উল্টোটা) মোটামুটি মসৃণ এক চেহারা দাঁড় করানো অসম্ভব নয়। বস্তুত, কবির দেওয়া অসংখ্য সাক্ষাৎকারেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সেসব উপাদান। সেগুলি থেকে চোখ ফিরিয়ে রাখাও কঠিন। তারপরও, সনাতন পদ্ধতি মেনে শুধুমাত্র বইয়ের সঙ্গেই সম্পর্কস্থাপনের প্রয়াস এই লেখা। ফাঁকতালে অপরাপর তথ্যের অনুপ্রবেশও হয়তো ঘটবে, তবে আমাদের মূল লক্ষ্য তা নয়— এই ঘোষণাটুকু থাকুক প্রথমেই।
সম্পূর্ণ লেখাটি পড়ার লিঙ্ক - বাংলালাইভ.কম
