‘মায়া, বিভ্রম, আলো ও ছায়া’
একটি কবিতা, রচিত ও গ্রন্থিত
হওয়ার মধ্যবর্তী সময়ে একাধিক সম্পাদনা-মুহূর্ত পেরিয়ে আসে। রচনাকালীন সংশোধন বা
কাটাকুটি সরিয়ে রাখলেও, লেখার থেকে কিঞ্চিৎ দূরত্ব তৈরি হওয়ার পরেই সম্পাদনা-চিন্তার
জন্ম। তারপর, সে-লেখা কোনও পত্রিকায় পাঠাতে হলে, আরেক প্রস্থ সম্পাদনা। সবশেষে, সে-লেখা
যদি গ্রন্থভুক্ত হয়, আরেকবার। প্রত্যেকবারই কিছু-না-কিছু বদলে যাওয়ার সম্ভাবনা। দেখা
যায়, প্রাথমিক ও গ্রন্থিত লেখাদু’টির মধ্যে যথেষ্ট ফারাক। এই ব্যবধান শেষ দুই ধাপ,
অর্থাৎ, পত্রিকায় প্রকাশিত ও গ্রন্থিত লেখার ক্ষেত্রে অপেক্ষাকৃত কম। এ-দু’টি মাধ্যমই
যেহেতু কবিতাকে প্রকাশ্যে নিয়ে আসে, ধরে নেওয়া যায়, কবির সম্পাদনা ও অনুমোদন রয়েছে
তার নেপথ্যে। বলা বাহুল্য, কোনও কবিতা বিন্দুমাত্র পরিবর্তন ছাড়াও প্রত্যেকটি ধাপ
পেরিয়ে গ্রন্থিত হতে পারে, কিংবা পূর্ববর্তী যে-কোনও ধাপেই থমকে যেতে পারে। নির্দিষ্ট
কোনও নিয়ম নেই; কবিতা রহস্যময়ী।
সম্পূর্ণ লেখাটি পড়ার লিঙ্ক - ডাকবাংলা.কম
