উত্তরতিরিশ ও অন্যান্য কবিতা
উত্তরতিরিশ
প্রবন্ধগ্রন্থের মতো বসে আছি
পাশ কেটে চলে যাচ্ছে বন্ধুরা সবাই
আনন্দ, হুল্লোড়, আড্ডা
আমাকে ডাকেনি ওরা কেউ
অচেনা লোকের সঙ্গে কথাবার্তা
কেটে যায় দু-চারটে অধ্যায়, টীকা, ভ্রম
কেটে যায় দু-চারটে অধ্যায়, টীকা, ভ্রম
তুমি এলে, সূচিপত্রে ঢেউ...
