বিপন্ন বাংলা কবিতা?
‘কৃত্রিম বুদ্ধিমত্তা কি কবিতার পক্ষে বিপজ্জনক?’— সাম্প্রতিক বছরগুলিতে,
এই প্রশ্নে তোলপাড় সাহিত্যজগত। বাংলা কবিতামহলও তার ব্যতিক্রম নয়। একের পর এক প্রবন্ধ,
আলোচনাসভায় উঠে এসেছে এই আশঙ্কার কথা। পরিশেষে, অধিকাংশজনই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন
যে, আর যা-ই হোক, মনুষ্যসৃষ্ট কবিতায় যে ‘পার্সোনাল টাচ’, হৃদয়বত্তা উপস্থিত, যন্ত্রমেধা
তা ছুঁতে পারবে না কোনোদিনই। অতএব, মৌলিক কবিতা নিয়ে দুশ্চিন্তা অর্থহীন।
একই প্রশ্ন করেছিলাম খোদ চ্যাটজিপিটি-কেই, যে-প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা বর্তমানে
তুঙ্গে। জবাব এল— ‘এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) কবিতার জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছে,
তবে এটি মানব সৃষ্টির জন্য একটি চ্যালেঞ্জও বটে। এআই কবিতা তৈরি করতে পারে, কিন্তু
প্রশ্ন উঠছে—এটি কি আসল কবিতার বিকল্প হতে পারে?’ পরিশেষে চ্যাটজিপিটি-র বক্তব্য, ‘এআই
কবিতার পক্ষে বিপজ্জনক নয়, তবে এটি মানব কবিতার মূল্য ও গুরুত্ব কমিয়ে দিতে পারে।’
সম্পূর্ণ লেখাটি পড়ার লিঙ্ক - ডাকবাংলা.কম
