কৃষ্ণরাম ও সত্যেন্দ্রনাথের সূত্রে যখন সাহিত্য-মানচিত্রে উঠে এসেছিল নিমতা
মধুসূদন ব্যানার্জি রোড ধরে বেলঘরিয়া থেকে বিরাটির দিকে যেতে-যেতে, বাঁদিকে
ঘুরে গেছে ছোট্ট এক রাস্তা। নাম, এসএল চ্যাটার্জি স্ট্রিট। জনপদ নিমতা। সেই রাস্তা
ধরে, খুঁজতে খুঁজতে পৌঁছনো গেল এক ঠিকানায়। অবশ্য চিহ্নিত করা ছিল আগে থেকেই। ১৯৮২
সালে, উত্তর দমদম পৌরসভা ও স্থানীয় নাগরিকদের উদ্যোগে স্থাপিত একটি ফলক। তাতে লেখা—
‘ছন্দের যাদুকর কবি সত্যেন্দ্র নাথ দত্ত এই গৃহে ১৮৮২ সালে ১২ই ফেব্রুয়ারি ভূমিষ্ট
হন।’
সাহিত্যানুরাগী কিংবা বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তিমাত্রেই
জানেন, বৃহত্তর পরিসরে অন্তত তিনজন লিখিয়ের আলোচনা-প্রসঙ্গে উঠে আসে একটিই জনপদের নাম—
‘নিমতা’। ওই তিনজনের মধ্যে আধুনিকতম সত্যেন্দ্রনাথ দত্ত। স্কুলপাঠ্য বই হোক কিংবা অন্য,
কবির প্রত্যেক জীবনীরেখাতেই জন্মস্থান হিসেবে নিমতার উল্লেখ অবশ্যম্ভাবী। পার্শ্ববর্তী
জনপদ অর্থাৎ বেলঘরিয়ার বাসিন্দা হওয়ায়, বর্তমান নিবন্ধকারও সে-চর্চার সঙ্গে আবাল্য
পরিচিত। ২০২৫-এর এক বসন্তবিকেলে সেই ঠিকানাটিই খুঁজতে রওয়ানা দেওয়া। ঠিক কোথায় জন্মেছিলেন
সত্যেন্দ্রনাথ?
সম্পূর্ণ লেখাটি পড়ার লিঙ্ক - বাংলালাইভ
