'দেশগাঁয়ে ছিল কিন্তু ছেড়ে আসা প্রতিটি মানুষ'

 

দেশ বলতে, আমাদের কল্পনায় সাধারণভাবে ভেসে ওঠে একটি মানচিত্র। আসমুদ্রহিমাচল ভারতের ছবি। ৩,২৮৭,২৬৩ বর্গ কিলোমিটারের এক ভূখণ্ড। তারই মধ্যে ‘নানা ভাষা নানা মত নানা পরিধান/ বিবিধের মাঝে দেখো মিলন মহান’, যেমনটি লিখেছিলেন অতুলপ্রসাদ সেন। কিন্তু অভিধান আরও কয়েকটি অর্থ তুলে ধরে— ‘নিজের গ্রাম’, ‘জনপদ’ ইত্যাদি। বৃহত্তম ভৌগোলিক অঞ্চল থেকে ক্ষুদ্রতম স্বগ্রাম— ‘দেশ’ শব্দটি এই ব্যাপক বিস্তৃতি পেল কীভাবে? এই প্রসঙ্গে মনে পড়ে ইংরাজি ‘কান্ট্রি’ শব্দটি। এ-ও, বৃহৎ ও ক্ষুদ্র— উভয় দিকেই ঝুঁকে। ছেড়ে-আসা গ্রাম তথা ১৯৪৭-পরবর্তী উদ্বাস্তু দৃষ্টিভঙ্গিতে, তথাকথিত সেই ‘দেশ’-এর স্পন্দনই বোঝার চেষ্টা করব আমরা।

সম্পূর্ণ লেখাটি পড়ার লিঙ্ক - বাংলালাইভ.কম










Podcast: Language & Literature ft. Tanmoy Bhattacharjee


Video: Panel Discussion at Aaj Tak

Video: Poetry Recitation