জগন্নাথ-স্তোত্র / শ্রীচৈতন্য (অনুবাদ – তন্ময় ভট্টাচার্য)

 


কালিন্দী নদীর তীরেবনের ভেতরে
গান শুনে যাঁর মন এককালে নেচে উঠেছিল
মৌমাছির মতো যিনি গোয়ালার মেয়ে-বৌদের
মুখের নরম স্বাদ মিটিমিটি কুড়িয়েছিলেন
এবং লক্ষ্মী, শিব, ব্রহ্মা প্রমুখ সাকারেরা
যাঁর পায়ে পুজো দিয়ে উৎফুল্ল, বিভোর
তিনি, সে-জগন্নাথ, আমার চোখের সামনে
চোখের পথের সামনে আসুন এবার


বাঁ-হাতে বাঁশিটি ধরেমাথায় নীল পালক গুঁজে
কোমরে হলুদ ধুতি জড়িয়ে-পেঁচিয়ে
বন্ধু রাখালদের দিকেও আড়ের চোখে
যিনি প্রায়ই ধারালো তাকান
সেই কোনকাল থেকে বৃন্দাবনে বসে-বসে
লীলা করে দিন কাটে যাঁর
তিনি, সে-জগন্নাথ, আমার চোখের সামনে
চোখের পথের সামনে আসুন এবার


সম্পূর্ণ লেখাটি পড়ার লিঙ্ক - আবহমান.কম















Podcast: Language & Literature ft. Tanmoy Bhattacharjee


Video: Panel Discussion at Aaj Tak

Video: Poetry Recitation