প্রসঙ্গ কবিতা আকাদেমি: উৎসব নয়, বিকল্প প্রস্তাবগুলিই প্রকৃত পথ

 


সম্প্রতি, কিছু বিতর্ক ও অভিযোগের সূত্রে আলোচনায় উঠে এসেছে পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি। ২০১৬-তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘অনুপ্রেরণা’-য় যাত্রা শুরু এর, সুবোধ সরকারের সভাপতিত্বে। সেই হিসেবে, নবম বর্ষ চলছে এখন। চলতি বিতর্কে যাঁরা কবিতা আকাদেমির কার্যপদ্ধতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন, দুর্নীতির অভিযোগের পাশাপাশি তাদের অন্যতম বক্তব্য- ২০২৫ সালে ‘কবিতা উৎসব’ আয়োজিত হয়নি কেন। আর এই নিয়েই বিগত কয়েক সপ্তাহে ঝড় বয়ে চলেছে বাংলা সাহিত্যমহলের একাংশে।


সম্পূর্ণ লেখাটি পড়ার লিঙ্ক - Communist Party of India (marxist)



Podcast: Language & Literature ft. Tanmoy Bhattacharjee


Video: Panel Discussion at Aaj Tak

Video: Poetry Recitation