অলঙ্ঘ্য দূরত্বে অমিয়?

 


আমাদের আলোচনা মূলত অমিয় চক্রবর্তীকে নিয়েই, কিন্তু যে-কারণগুলি উঠে আসবে, তা বাকি তিনজনের ক্ষেত্রেও অংশত প্রযোজ্য। তবে অমিয় চক্রবর্তীর কবিতা, কাব্যবৈশিষ্ট্য, দর্শন তথা কবিসত্তার আলোচনা বর্তমান নিবন্ধের উদ্দেশ্য নয়। সে-বিষয়ে বহু মনোজ্ঞ প্রবন্ধ ইতিপূর্বে রচিত হয়েছে, ভবিষ্যতেও হবে। আমাদের একমাত্র লক্ষ্য তাঁর (এবং সেই সূত্রে বাকিদেরও) প্রাসঙ্গিকতা হারানোর কারণটুকু খুঁজে পাওয়া। কিংবা, আদৌ হারিয়েছে কি না— তা বোঝার চেষ্টা।

সম্পূর্ণ লেখাটি পড়ার লিঙ্ক - ডাকবাংলা.কম






Podcast: Language & Literature ft. Tanmoy Bhattacharjee


Video: Panel Discussion at Aaj Tak

Video: Poetry Recitation