কলোনির রাহুল, রাহুলের কলোনি

 


যে-এলাকায় বড়ো হয়ে ওঠা রাহুল পুরকায়স্থর, তা এককালে ছিল ফায়ারিং প্র্যাকটিসের ঠিকানা।

বাক্যটি পড়ে ধন্দ লাগা স্বাভাবিক। কিন্তু ইতিহাসে উঁকি দিলে, স্পষ্ট হয়ে ওঠে পুরোটাই। জায়গাটা ছিল ব্রিটিশদের চাঁদমারি। চলতি নাম ‘টার্গেট ময়দান’। স্বাধীনতা তথা দেশভাগের পর সেই পরিত্যক্ত চাঁদমারিতেই গড়ে ওঠে কলোনি, নাম হয় ‘যতীনদাস নগর’। কলোনি গঠনেরও প্রায় দেড়যুগ পর, ষাটের দশকের দ্বিতীয়ার্ধে সেখানে বাড়ি ভাড়া নেয় তাঁর পরিবার। ছেলেবেলায় খেলাধুলোর পরিসরে, কখনও ফাঁকা কার্তুজ কুড়িয়ে পেয়েছিলেন কিনা তিনি, আমরা জানি না। তবে কলোনি তাঁর জীবন ও অভিজ্ঞতার সঙ্গে অচ্ছেদ্য, এ-কথা সমালোচকেরা বলে থাকেন প্রায়ই। এ-লেখায় কলোনির সঙ্গে রাহুলের নিজস্ব বোঝাপড়ার সূত্রটুকুই বুঝতে চাইব আমরা।

সম্পূর্ণ লেখাটি পড়ার লিঙ্ক - বাংলালাইভ.কম 













Podcast: Language & Literature ft. Tanmoy Bhattacharjee


Video: Panel Discussion at Aaj Tak

Video: Poetry Recitation