যে-লেখার শিরোনাম দেওয়া গেল না
তিনি আমার পাড়ারই বাসিন্দা। আরও নির্দিষ্ট করে বললে, আমার পিসির বাড়ির ঠিক
বিপরীতেই তাঁর বাড়ি। ফলে শৈশব থেকেই চিনি বললে অত্যুক্তি হয় না। সেই চেনা ছিল অন্যরকমের।
তখন তিনি ষাটোর্ধ্ব, দীর্ঘদেহী, শ্যামলা গায়ের রং, চোখে কালো চশমা— মাঝেমাঝেই দেখতাম
সামনের রাস্তায়। শিশুমনে ভয় ধরানোর জন্য যথেষ্ট সেই চেহারা— কিডন্যাপারের মতো। পরে
বলেছি তাঁকে সেই মনে হওয়া, হেসেছেন হো-হো করে। কৈশোরে, এক অনুষ্ঠানে আমায় উপহার দিয়েছিলেন
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘কিশোর রচনা সম্ভার’। সেখানেই প্রথম পড়ি ‘হীরে মানিক জ্বলে’,
ওই উপন্যাস পড়েই ইতিহাস ও অনুসন্ধানের প্রতি ভালোলাগার শুরু। ফলে, আমার যৎসামান্য ইতিহাসচর্চার
গোড়ায় পৌঁছোতে গেলেও যে-মানুষটির ঋণ স্বীকার করতে হয়, তিনি সুবিমল বসাক।
সম্পূর্ণ লেখাটি পড়ার লিঙ্ক - বাংলালাইভ.কম
