স্থাপত্যের অন্দরে
১৯৪৬ সাল। লন্ডনের মাইকেল
জোসেফ লিমিটেড প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয় রুমার গডেনের উপন্যাস ‘দ্য রিভার’।
ব্রিটিশ ভারত তথা অবিভক্ত বঙ্গের পটভূমিতে রচিত সে-উপন্যাস ছিল এক অর্থে গডেনের শৈশব-কাহিনিই।
‘দ্য নিউ ইয়র্কার’ পত্রিকায় উপন্যাসটির আলোচনা পড়েন প্রখ্যাত ফরাসি চিত্রপরিচালক
জঁ রেনোয়াঁ এবং সেটির ওপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেন। প্রযোজক
হিসেবে পাশে পান কেনিথ ম্যাকেলডাউনি-কে। লেখক রুমার গডেনের থেকে প্রয়োজনীয় অনুমতি
পাওয়ার পর, একসঙ্গে চিত্রনাট্য নির্মাণ করেন রেনোয়াঁ ও গডেন। বিদেশি-ভারতীয় ক্রু
ও কাস্টের সংযোগে শ্যুটিং শুরু হয় ১৯৪৯ সালের ২৯ ডিসেম্বর, চলে পরের বছরের এপ্রিল
পর্যন্ত। পরবর্তীতে, ১৯৫১ সালে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল-এ ‘দ্য রিভার’ চলচ্চিত্রের
প্রিমিয়ার হয় এবং সেটি প্রথম পুরস্কার ‘গোল্ডেন লায়ন’-এ সম্মানিত হয়।
সম্পূর্ণ লেখাটি পড়ার লিঙ্ক - ডাকবাংলা.কম
